মেট্রোর নয়া রেকের স্পেশাল এক্স ফ্যাক্টর,দেখে নেব এক নজরে…
কলকাতা : চিন থেকে কলকাতায় এল এই রেক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেট্রোর CPRO ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় জানান, এরপর একে একে ১৪টি রেক আসবে কলকাতায়। মেধা ,আইএফসি থেকেও কিছু রেক আসবে। এই নয়া রেকে থাকবে বেশ কিছু নজরকাড়া সুযোগ সুবিধা।