ওয়েব ডেস্ক:পাকিস্তান আছে পাকিস্তানেই। ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। শান্তি স্থাপনের বার্তা দিয়ে ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্ত করলেও বদলায়নি পাকিস্তান। ফের উত্তপ্ত সীমান্ত। রাজৌরিতে পাক গোলাগুলিতে শহিদ হয়েছেন নিরাপত্তা বাহিনীর ৪ জওয়ান। এবার পাকিস্তানের নিশানায় সীমান্তের সাধারণ মানুষ। নিয়ন্ত্রণ রেখার আশেপাশের গ্রামগুলির সাধারণ মানুষকে নিশানা করল পাক রেঞ্জার্সরা। শুক্রবার পুঞ্চ জেলায় রাতভর গোলাগুলিতে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। সূত্রের খবর, হাউত্জার কামান থেকে গুলি চালানো হয়েছে নিয়ন্ত্ররেখার আশে পাশের গ্রামগুলিতে। এমনকি মর্টারও ছোঁড়া হয়। ওই গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন রুবানা কাওসার নামে এক গৃহবধু, তাঁর ৫ বছরেরর ছেলে ফাজান ও ৯ মাসের মেয়ে শবনম। রুবানার পরিবারের আরও একজন মারাত্মক জখম হয়েছেন। প্রসঙ্গত পুলওয়ামা কান্ডের পর থেকেই ক্রমশই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। গত সাত দিনে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রায় ৬০ বার গুলি চালিয়েছে পাকিস্তান। পাক গোলায় মেনধার, নৌসেরা, বালাকোট, কৃষ্ণঘাঁটি এলাকায় বহু মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। গোলাগুলির আতঙ্কে পুঞ্চে নিয়ন্ত্রণরেখার পাঁচ কিলোমিটারের মধ্যে স্কুল ও অন্যান্য সরকারি দফতর বন্ধ করে দিয়েছে প্রশাসন।