Date : 2024-04-26

মার্চে রেকর্ড পতন শহরের তাপমাত্রার

ওয়েব ডেস্ক: ক্যালেন্ডারের পাতা থেকে অফিসিয়ালি বিদায় নিয়েছে শীত। ভোট হোক বা সন্ত্রাসবাদ ইস্যুতে গোটা দেশে যখন রাজনৈতিক পারদ ক্রমেই চড়ছে তখন শহরের বাতাসে বিরাজ করছে ঠান্ডা আমেজ। আলিপুর হাওয়া অফিসের তরফেও শীত বিদায়ের কথা জানানো হয়েছে। কিন্তু মার্চের শুরুতেও কাটছে না শিরশিরে ঠান্ডা ভাব। কয়েকদিন একনাগাড়ে বৃষ্টির জেরেই বিদায়ের মুখে ফের একবার ফিরে এলো শীতের আমেজ। যার জেরে মার্চে রেকর্ড ঠান্ডা কলকাতায়। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম থাকছে তাপমাত্রা। ১০ বছরের পরিসংখ্যান অনুসারে এই ঠান্ডা পায়নি শহর। এর আগে ২০১১ সালে এতটা তাপমাত্রার পতন হয়েছিল মার্চ মাসে৷ সেই বার পারদ নেমেছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াসে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে ১৮৯৯ সালের মার্চে কলকাতায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়ায়। তারপর এবছর রেকর্ড পতন হয়েছে তাপমাত্রার। তবে আগামী বেশ কয়েকদিন শহর ও শহরতলির আকাশ মেঘমুক্ত থাকবে ফলে রাতের দিকে কমতে পারে তাপমাত্রা। তবে এখনই কোন বৃষ্টির সম্ভবনা নেই, উত্তরবঙ্গের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।