Date : 2024-04-16

ধেয়ে আসছে কালবৈশাখী…

কলকাতা: কিছুক্ষণের মধ্যেই প্রবল বেগে ধেয়ে আসছে কালবৈশাখী।

গুমোট আবহাওয়া কাটিয়ে কিছুটা হলেও স্বস্তি পেতে পারে শহরবাসী এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

দিনভর রোদ থাকলেও বিকেলে কালো মেঘের চাদরে ঢাকল শহর।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা আছে।

কলকাতা ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় হওয়া সম্ভবনাও রয়েছে।

ওড়িশা ও ঝাড়খন্ডের উপকুলবর্তী অঞ্চলে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকায় ঝাড়খন্ড সীমানার নিকটবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভবনা বেশি।

দোলের আগে বৃষ্টি হওয়ার সম্ভবনা থাকলেও সেই পরিমান বৃষ্টি হয়নি।

বাতাসে জলীয় বাস্পের পরিমান বেশি থাকায় অস্বস্তির পরিমান বেড়েছে।

বৃহস্পতিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

তবে দোলের পরবর্তী সময় আবহাওয়ার পরিবর্তন হওয়ার খবর শুনে কিছুটা স্বস্তি শহরবাসীর।

এবার শীত শেষ হতে অনেকটাই সময় নিয়েছে।

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে রেকর্ড পরিমান বৃষ্টি হওয়ায় একধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমেছিল দক্ষিণবঙ্গে।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে কালবৈশাখীর দাপট বন্ধ হওয়ায় সেই অনুপাতে মার্চ মাসে কালবৈশাখী পায়নি দক্ষিণবঙ্গ।

জলীয় বাস্প প্রবেশ করায় অস্বস্তি অনেকটাই বেড়েছে।