Date : 2024-04-17

মালদহ থেকে মোদী-মমতাকে একযোগে আক্রমণ রাহুলের

মালদহ: লোকসভা ভোটের আগে মালদহ সফর দিয়ে রাজ্যে প্রচার শুরু করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

শনিবার দুপুরে মালদহের চাঁচলে জনসভায় যোগ দেন রাহুল গান্ধী।

ঘন্টাখানেক ধরে সভাস্থলে কর্মী সমর্থকদের মধ্যে তুমুল বিশৃঙ্খলা চলে। ভিড়ের চাপে ভেঙে পড়ে ব্যরিকেড।

চেয়ার ছোঁড়াছুঁড়ি শুরু করে কর্মীরা। পরিস্থিতি এত জটিল আকার নেয় যে সভা বাতিল হওয়ার অবস্থা তৈরি হয়।

পুলিশের লাঠি চার্জ করার পরিস্থিতি এলে ড্যমেজ কন্ট্রোলে নামেন প্রদেশ নেতারা।

সভাস্থলে উপস্থিত ছিলেন দীপা দাশমুন্সি সহ একাধিক প্রদেশ নেতৃত্ব।

বিহারের পূর্ণিয়ায় সভা শেষ করে মালদহের চাঁচলের উদ্দেশ্যে রওনা দেন রাহুল গান্ধী। সভার মাঠ ছোট হওয়ায় ধৈর্য হারায় কংগ্রেস কর্মীরা।

নিজেদের মধ্যে একপ্রস্থ হাতাহাতিও হয় কংগ্রেস কর্মীদের মধ্যে। অশান্ত হয়ে ওঠে পরিবেশ৷ কংগ্রেস সূত্রের খবর, এই সভা ঘিরে আগে থেকেই চাপানউতোর চলছিল।

মালদহের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন। কংগ্রেস কর্মীদের মধ্যে প্রথম থেকেই বিষয়টি নিয়ে চাপা অসন্তোষ রয়েছে।

শাসকদলের বিরুদ্ধে তাদের অভিযোগ, রাহুল গান্ধীর সভায় যাওয়া নিয়ে হুমকি দিয়েছে তৃণমূল। তবে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের তরফে।

এদিন সভাস্থলে বিশৃঙ্খলার জন্য প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ এনেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এর আগে বিজেপির সভায় প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ উঠেছিল।

এদিন চাঁচলের সভা উপস্থিত হয়ে রাহুল গান্ধি কেন্দ্রে মোদী এবং মমতাকে একযোগে আক্রমণ করেন।

তিনি বলেন, “কংগ্রেসের হাত ধরেই বাংলায় বদল আসবে। আগে একটা দলের সরকার চলত, এখন একক ব্যক্তির সরকার চলে।

চৌকিদার ধনীদের টাকা দেন। আমরা গরিবদের টাকা দেব। সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে টাকা।” ক্ষমতায় এলে মালদহে আম প্রক্রিয়াকরণ সহ একাধিক প্রকল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া কৃষি ঋণ মকুবের প্রসঙ্গেও তিনি এদিন প্রতিশ্রুতি দেন।

তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, বাংলায় মমতাকে মানুষ অনেক সহ্য করেছে, এখানে কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার চালায় তৃণমূল। বাংলায় একজনই শাসন করছেন একক ভাবে।

মালদা উত্তরের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরির সমর্থনে জনসভায় যোগ দিতে আজ চাঁচলে এসেছিলেন রাহুল গান্ধী।