Date : 2024-04-19

বৃদ্ধাকে ঘরে রেখে বেপাত্তা ভাইপো

কলকাতা: চারদিন ধরে ঘরে বন্দি থাকার পর স্থানীয়দের চেষ্টায় উদ্ধার হলেন বৃদ্ধা। কেষ্টপুরের সমর পল্লীর বাসিন্দা গৌতম বসুমল্লিক একবছর আগে ভাড়া নেন মালা মন্ডলের বাড়ি। সেখানে তার সঙ্গে থাকতেন বছর ৮০ – এর বৃদ্ধা মঞ্জু মালা বসুমল্লিক।

অভিযোগ বৃদ্ধাকে ঘরে তালা বন্দি করে রেখে চারদিন ধরে বেপাত্তা ভাইপো গৌতম। চারদিন ধরে বাড়িতে কারোর আনাগোনা নেই দেখে স্থানীয়রা বন্দি বৃদ্ধাকে তালা ভেঙে উদ্ধার করতে এগিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। ঘটনা সম্পর্কে বাড়ির মালিক মালা মন্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

পাশাপাশি মঞ্জু মালা বসুমল্লিকের ভাইপোর খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘর থেকে উদ্ধার হয়েছে পাউরুটির টুকরো, চলাফেরার ক্ষমতা না থাকায় বৃদ্ধা ঘরেই প্রস্রাব করে ফেলেন। পুলিশের প্রাথমিক অনুমান, বৃদ্ধাকে পরিকল্পিত ভাবেই গৃহবন্দি করে রেখে গেয়েছিলেন তার ভাইপো। শারীরিক অক্ষমতার কারণে তিনি ঘরেই অসুস্থ হয়ে পরেন।