Date : 2024-03-28

ইসকনে শুরু হল শ্রী চৈতন্যের জন্ম উৎসব

নদিয়া: শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৩ তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে নদীয়ার ইসকনে শুরু হয়েছে বিশেষ পুজো। পঞ্চতত্বের মহা অভিষেকের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই বিশেষ পুজো। আজ সকাল থেকেই ইসকনের চন্দ্রোদয় মন্দির প্রাঙ্গণে এই উৎসব উপলক্ষ্যে দেশ বিদেশ থেকে লাখো ভক্তের সমাগম হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষ্যে শুরু হওয়া অনুষ্ঠান চলবে ২১ মার্চ পর্যন্ত।

এরই মধ্যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা সহ নৌকা বিহার বিশ্বশান্তি যোগ্য রথযাত্রা বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ভক্তবৃন্দের দ্বারা বিভিন্ন ভাষায় ভজন কীর্তন ও রাধা মাধবের বিগ্রহকে হাতির পিঠে চড়িয়ে মন্দির চত্বর পরিক্রমা সহ একাধিক অনুষ্ঠান রয়েছে। নদিয়ার মায়াপুর ইসকনে শ্রীচৈতন্য মহাপ্রভু শুভ আবির্ভাব উপলক্ষ্যে আমেরিকা থেকে মায়াপুরে সস্ত্রীক উপস্থিত হয়েছেন বিখ্যাত গাড়ি কোম্পানির মালিক তথা ইসকনের ভক্ত অ্যালফ্রেড ফুড যার দীক্ষিত নাম অম্বরিশ দাস। পঞ্চতত্বের অভিষেক শুরু হয় বেদ পাঠের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানে ঘি মধু গঙ্গাজল ডাবের জল চন্দন বিভিন্ন দ্রব্যে বিগ্রহকে স্নান করানো হয়। এছাড়াও প্রদীপ দিয়ে আরতী করা হয়। পুষ্প বৃষ্টির মাধ্যমে শ্রী বিগ্রহকে স্নানের শোভা দেখতে অগণিত ভক্তের সমাগম হয় মায়াপুর ইসকনে।