Date : 2024-03-29

মধ্যস্থতায় নিষ্পত্তি হবে অযোধ্যা মামলার…

ওয়েব ডেস্ক: রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার নিষ্পত্তির ভার এবার মধ্যস্থতাকারীদের হাতেই তুলে দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার এই নজিরবিহীন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে, তিন সদস্যের একটি প্যানেল এই মধ্যস্থতায় ভুমিকা নেবে। চার সপ্তাহের মধ্যে এই মধ্যস্থতার কাজ শেষ করে আগামী আট সপ্তাহের মধ্যে জমা করতে হবে চূড়ান্ত রিপোর্ট। পুরো বিষয়টিই চলবে সুপ্রিম কোর্টের নজরদারিতে। গত ২৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিসন বেঞ্চে অযোধ্যা মামলার নিষ্পত্তিতে মধ্যস্থতার বিষয়টি উঠে আসে। আদালতের পক্ষ থেকে সব পক্ষের মতামত নেওয়া হয় এবিষয়ে। অনেকেই মধ্যস্থতার ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন। তবু অযোধ্যা বিবাদের সমাধান সূত্র বের করতে বৃহস্পতি মধ্যস্থতাকারীদের হাতেই দায়িত্ব তুলে দেয় সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দেয় অবসরপ্রাপ্ত বিচারপতি খলিফুল্লার নেতৃত্বে মধ্যস্থতাকারী প্যানেল কাজ করবে। প্যানেলে থাকবেন আরও দু’জন। তাঁরা হলেন শ্রী শ্রী রবিশঙ্কর ও বর্ষীয়ান আইনজীবী শ্রীরাম পঞ্চু।