ওয়েব ডেস্ক: দাম বাড়তে চলছে টাটা মোটরস্-এর গাড়ির।
বিভিন্ন মডেলের গাড়ির দাম প্রায় ২৫ হাজার টাকা পর্যন্ত দাম বাড়তে পারে।
এপ্রিল থেকেই নয়া দাম কার্যকরী হবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, গাড়ি তৈরীর সামগ্রী ও অন্যান্য খরচ বাড়ার কারণেই দাম বাড়ানোর এই সিদ্ধান্ত।
সংস্থার প্যাসেঞ্জার ভেহিক্যাল বিভাগের প্রেসিডেন্ট মায়াঙ্ক পারেক জানিয়েছেন, জিনিসপত্রের দাম বাড়ছে, বাড়ছে অন্যান্য খরচও।
সব মিলিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে বাধ্য হয়েই দাম বাড়াতে হচ্ছে।
তবে তারা আশাবাদী যে মুল্যবৃদ্ধির আঁচ টাটা মোটরস্-এর ব্যবসার উপর এসে পড়বে না।
কারণ তাদের সংস্থার গাড়ি ,গুণমানের দিক থেকে অনেকটাই উন্নত।
সেদিক থেকে কোনও সমস্যা হবে না, এমনটাই মনে করছেন তাঁরা।