Date : 2024-04-27

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: প্রকাশিত হল তৃণমূলের প্রার্থী তালিকা। মঙ্গলবার কালীঘাটে নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ৪২টি আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। প্রার্থী তালিকায় এবার ৪১ শতাংশ মহিলাপ্রার্থী থাকছে। দুপুর ১ টা থেকে তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক শুরু হয় তৃণমূলনেত্রীর বাসভবনে। ১২ জনের নির্বাচনী কমিটির সদস্যদের ডাকা হয়েছে বৈঠকে। কালীঘাটে নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠক শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত আসনেই প্রার্থী নিশ্চিত করেছে তৃণমূল কংগ্রেস। হেভি ওয়েটদের মধ্যে এবার প্রার্থী হচ্ছেন না উমা সোরেন, সন্ধ্যা মুখোপাধ্যায়, ইদ্রিশ আলি, সুগত বসু। এছাড়া দক্ষিণ কলকাতা থেকে সুব্রত বক্সির বদলে প্রার্থী হচ্ছেন মালা রায়। পশ্চিমবঙ্গে ৪২টি আসনে মোট ৭ দফায় ভোট হবে। প্রথম দফা ১১ এপ্রিল, দ্বিতীয় দফা ১৮ এপ্রিল, তৃতীয় দফা ২৩ এপ্রিল, চতুর্থ দফা ২৯ এপ্রিল, পঞ্চম দফা ৬ মে, ১২ মে ষষ্ঠ দফা এবং ১৯ মে সপ্তম দফার ভোট হবে। এক নজরে দেখে নেওয়া যাক কে কোথায় লড়ছে…

দার্জিলিং- অমর রাই
কোচবিহার- পরেশ অধিকারী
বালুরঘাট -অর্পিতা ঘোষ
মালদা উত্তর- মৌসম বেনজির নূর
মালদা দক্ষিণ- মোয়াজ্জেম হোসেন
জঙ্গিপুর- খলিলুর রহমান
বহরমপুর- অপূর্ব সরকার
রানাঘাট- রূপালী বিশ্বাস
আরামবাগ -অপরূপা পোদ্দার
ঝাড়গ্রাম- বীরবাহা সোরেন
আসানসোল- মুনমুন সেন
যাদবপুর- মিমি চক্রবর্তী
বোলপুর- অসিত মাল
বীরভূম- শতাব্দী রায়
দক্ষিণ কলকাতা- মালা রায়
পুরুলিয়া- মৃগাঙ্ক মাহাত
শ্রীরামপুর- কল্যাণ ব্যানার্জি
কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
কৃষ্ণনগর- মহুয়া মৈত্র
বনগাঁ- মমতাবালা ঠাকুর
বারাকপুর- দীনেশ ত্রিবেদী
দমদম- সৌগত রায়
বারাসত- কাকলি ঘোষ দস্তিদার
হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়
ডায়মন্ডহারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
মথুরাপুর- চৌধুরী মোহন জাটুয়া
বাঁকুড়া- সুব্রত মুখার্জি
মুর্শিদাবাদ- আবু তাহের
বসিরহাট- নূসরত জাহান
বিষ্ণুপুর- শ্যামল সাঁতরা


বর্ধমান দুর্গাপুর- মমতা সঙ্ঘমিত্রা
আলিপুরদুয়ার- দশরথ তিরকে
রায়গঞ্জ- কানাইলাল আগরওয়াল
মেদিনীপুর- মানস ভুঁইঞা
ঘাটাল- দীপক অধিকারী (দেব)
জলপাইগুড়ি- বিজয়কৃষ্ণ বর্মন
জয়নগর- প্রতিমা মণ্ডল
উলুবেড়িয়া- সাজদা আহমেদ
হুগলি- রত্না দে নাগ
তমলুক- দিব্যেন্দু অধিকারী
কাঁথি- শিশির অধিকারী
বর্ধমান পূর্ব- সুনীল মণ্ডল