ওয়েব ডেস্ক: এক সময় দলে যুযুধান ছিলেন, আজ সেই ব্যক্তির হাত ধরেই দল ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। লোকসভা ভোটে তাঁকে ব্যারকপুর থেকে দীনেশ ত্রীবেদীর বিরুদ্ধে প্রার্থী করেছে বিজেপি। অর্জুন সিং ব্যারাকপুর থেকে বিজেপির মনোনিত প্রার্থী হওয়ায় ব্যারাকপুরে র তৃণমূল প্রার্থী দিনেশ ত্রিবেদী তাকে নাম না করে “সুবিধাবাদী” বলে কটাক্ষ করেন। বৃহস্পতিবার বেলা ১টায় দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
এদিন তার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন কৈলাশ বিজয়বর্গীয়। বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগদানের পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “দেশহিতের থেকে নিজের ভোটব্যাঙ্ককে বেশি গুরুত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আর তাঁর সঙ্গে কাজ করা সম্ভব হচ্ছিল না।” প্রসঙ্গত, মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর ব্যারাকপুর শিল্পাঞ্চলে দলের দন্ডমুন্ড হয়ে ওঠেন অর্জুন সিং। সেই সুবাদে ব্যারাকপুর থেকে লোকসভা নির্বাচনের তার টিকিট পাওয়ার জল্পনা দলের অন্দরে ওঠে। টিকিট না পেলে দল ছাড়ার হুঁশিয়ারিও শোনা যায় অর্জুন সিং-এর গলায়।
কিন্তু জল্পনার অবসান করে মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং ও দিনেশ ত্রিবেদীকে ডেকে সিদ্ধান্ত জানিয়ে দেন। এর পরেই দল বদলের সিদ্ধান্ত নেন অর্জুন। মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করে তিনি বুধবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। এদিকে বিজেপির তরফে ব্যারাকপুর থেকে প্রার্থী করার বিষয়ে আপত্তি ছিল না। বিজেপির দলীয় সূত্রে খবর, অর্জুনের সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রায় ৫০ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করার জন্য এগিয়ে রয়েছে।