কলকাতা: লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোর কদমে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার।
প্রথম দফায় মনোনয়ন পত্রও ইতিমধ্যে জমা দিয়েছেন প্রার্থীরা।
বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বিশেষ বৈঠক শেষে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।
কর্ম সংস্থান, কৃষকদের অর্থনেতিক সুবিধা, জমির মিউটেশন সহ একাধিক চমক রয়েছে ইস্তেহারে।
এই প্রসঙ্গে তিনি বলেন, ৪০ শতাংশ কর্মস্থান হয়েছে বাংলায়।
এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ক্ষমতায় এলে নোটবন্দির তদন্ত করবে তৃণমূল কংগ্রেস।
জিএসটি নিয়ে রিভিউ করার কথা বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে।
রাজ্যে শিশু মৃত্যুর হার কমেছে, ইস্তেহারে দরিদ্রদের স্বাস্থ্য ও আর্থিক সুরক্ষা নিয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে।
নারীর ক্ষমতায়নে বিশেষ নজর দেওয়া হয়েছে।
ইস্তেহারে চাইল্ড কেয়ার লিভের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
১০০ দিনের কাজের টাকা দ্বিগুন করা কথা ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি ১০০ দিনের কাজকে ২০০ দিন করার কথা ঘোষণা করা হল।
১০০ দিনের কাজের টাকা ১৫ দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
খেলাধুলা, গবেষণা, শিক্ষা এবং বিজ্ঞানের উন্নতিতে বিশেষ নজর দেওয়া হবে।
যোজনা কমিশন নতুন করে ফিরিয়ে আনার কথা বলেন।
এদিন সাংবাদিক বৈঠকে এই ইস্তেহারকে শুধুমাত্র বাংলার কথা ভেবেই তৈরি করা হয়েছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।