ওয়েব ডেস্ক: “প্রেম একবারই এসেছিল নীরবে…” আজকাল অবশ্য প্রেম নীরবে আসে না, মেসেজের রিংটোন বেয়ে আসে এক্কেবারে স্বশব্দে। দুরু দুরু বুকে মনের মানুষকে নিজের মনের কথা বলার দিন এখন অতীত। এমনকি, এক প্রেমে মন ভরে না, এ ঘটনাও তো নেহাত কম নয়। তাই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকলেও জীবনে বাড়তি রোমাঞ্চ খুঁজতে বাজার মাতিয়েছে টিন্ডার, বাম্বলের মতো ডেটিং অ্যাপগুলি৷ কমবয়সী থেকে মধ্যবয়স্কদের অনেকেই মজেছেন এই অ্যাপগুলিতে৷ তবে আপনি কি জানেন? টিন্ডার,বাম্বলে ছাড়াও আরও বেশ কয়েকটি অ্যাপে নিজের পছন্দের মানুষের খোঁজ পেতে পারেন আপনি।
E-harmony: কথায় বলে “বিয়ে পাগলা বুড়ো”। ছেলে হোক বা মেয়ে আপনার অবস্থা এইরকম হলে এই অ্যাপটি আপনার জন্য আদর্শ। একটা সময় আসে যখন অনেকেই বিয়ের জন্য বা একটা প্রেম করার জন্য উদগ্রীব হয়ে ওঠেন৷ সারাক্ষণ মাথায় প্রিয়জনকে পাওয়ার ইচ্ছা ঘুরপাক খায়৷ E-harmony তাঁদের জন্য আদর্শ একটি ডেটিং অ্যাপ৷
Dig: কুকুর প্রেমীদের জন্য এই অ্যাপটি এক্কেবারে পারফেক্ট। দুটি মানুষ যাঁরা কুকুরকে অসম্ভব ভালবাসেন তাঁদের কাছাকাছি আনতে সাহায্য করতে পারে এই অ্যাপটি৷ দুজনের মধ্যে কারও কাছে কুকুর থাকতেও পারে৷ আবার,নাও থাকতে পারে৷ কিন্তু কুকুরের প্রতি ভালবাসা থাকা আবশ্যক৷
Zoosk: ‘পেটে খিদে মুখে লাজ’, আপনি এই স্বভাবের মানুষ নন তো? কাউকে পছন্দ হলেও নিজের মুখে তা বলতে পারেন না?এই অ্যাপের মাধ্যমে সেই কাজটি সহজেই আপনি করতে পারেন৷
Wingman: আপনার প্রিয় বন্ধু বা বান্ধবীরাই আপনাকে সবচেয়ে ভালো চেনেন৷ আপনার ভাল লাগা,খারাপ লাগা,পছন্দ-অপছন্দ সবকিছুই তাদের একেবারে মুখস্ত৷ এই অ্যাপের মাধ্যমে নিজের প্রিয় বন্ধুকেই আপনি জীবন সঙ্গী করে তুলতে পারেন৷