Date : 2021-05-07

প্রয়াত অভিনেতা রমেন রায় চৌধুরী…

ওয়েব ডেস্ক: প্রয়াত অভিনেতা রমেন রায় চৌধুরী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর।

মঙ্গলবার সকালে নিজবাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন লড়াই চলছিল মারণ ব্যাধি ক্যানসারের সঙ্গে। এদিন তাতে ছেদ পড়ল।

ক্যানসারের পাশাপাশি কিডনির সমস্যাও তৈরী হয়েছিল তাঁর।

বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়িতে আনা হয় এই প্রবীণ অভিনেতাকে।

বাংলা টেলি ধারাবাহিক থেকে শুরু করে সিনে জগতে ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি।

কাজ করেছেন তপন সিনহা, গৌতম ঘোষের মতো প্রথম সারির পরিচালকদের ছবিতেও। ‘অভিষেক’, ‘সর্বজয়া’, ‘সবুজ দ্বীপের রাজা’, থেকে ‘বাঞ্ছা রামের বাগান’,’ত্যাগ’, ‘জেহাদ’ সহ বহু গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন দক্ষতার সঙ্গে।

পাশাপাশি বহু বাংলা ধারাবাহিক এমনকি নাট্য জগতেও স্পষ্ট ছাপ রেখেছিলেন তিনি।