Date : 2024-04-25

মেট্রোর কাজের জন্য বন্ধ থাকবে জল

কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে মেট্রোর গতি কমিয়ে দেওয়ায় ইতিমধ্যে সমস্যায় পড়েছে শহরবাসী।

এবার বন্ধ থাকবে জল সরবারাহ।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য শনিবার বেলা ১০ টা থেকে রবিবার সকাল পর্যন্ত উত্তর ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে কলকাতা পুরসভার বড় পাম্পিং স্টেশন রয়েছে, মেট্রোর টানেলের কাজ চলছে সেখানেই মাটির নিচের দিকে।

এর আগে টানেলের কাজ চলাকালীন সুবোধ মল্লিক স্কোয়ারে পাম্পিং স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

তার জেরে বেশ কিছুদিন মেট্রোর কাজ বন্ধ করে রাখা হয়।

বিষয়টির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী সমস্যার সমাধান বের করতে নির্দেশ দেন কলকাতা পুরসভা ও ইস্ট-ওয়েস্ট মেট্রোর আধিকারিদের।

বিবাদিবাগ থেকে শিয়ালদহের দিকে ভূগর্ভস্থ টানেলর কাজ চলাকালীন সমস্যার অনুমান করে এই ব্যবস্থা নেওয়া হবে।

পাম্পিং স্টেশনের বড়সড় ক্ষতি এড়াতে জল বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।

রবিবার সকাল ১০ টার পর থেকে জল স্বাভাবিক ভাবেই পাওয়া যাবে বলে জানানো হয়েছে কলকাতা পুরসভার তরফে।

জল বন্ধ থাকার কারণে প্রভাব পড়তে পারে কলেজ স্ট্রিট, সূর্যসেন স্ট্রিট, আমহার্ট স্ট্রিট, বিধান সরণি, সুকিয়া স্ট্রিট সহ একাধিক অঞ্চলে।