Date : 2022-09-29

সৌভাগ্যের আশায় গাঁটছড়া বাঁধল যমজ ভাই-বোন

ওয়েব ডেস্ক: মাত্র ছয় বছর বয়সেই বিবাহবন্ধনে আবদ্ধ হল গিটার ও কিউয়ি। মা-বাবার সামনেই চারহাত এক হল তাদের। তাইল্যান্ড নিবাসী আমোর্নসান সানথ্রোন মালিরাত ও ফাচারাপোর্ন-এর যমজ সন্তান গিটার ও কিউয়ি।

নিজের ছেলের সঙ্গেই নিজের মেয়ের বিয়ে দিলেন রীতিমতো ধুমধাম করে। কিন্তু কেন? গিটার ও কিউয়ির বাবা-মা জানিয়েছেন,যুগ যুগ ধরে পূর্বপুরুষদের দেখিয়ে আসা প্রথা মেনেই তাঁরা এই কাজ করেছেন।

তাঁদের পূর্বপুরুষের বিশ্বাস,যমজ সন্তান ভাই-বোন হলে মনে করা হয় যে পূর্বজন্মে তারা প্রেমিক প্রেমিকা ছিলেন। তাঁদের উপর কোনও অভিশাপ আছে বলে মনে করা হয়।

সেই অভিশাপ কাটাতে ওই যমজ সন্তানদের মধ্যে বিবাহ দেওয়াই এই অভিশাপ থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। এতে তাঁদের ভবিষ্যত জীবনে সাফল্য আসবে বলে মনে করা হয়।

নিজের বোনকে বিয়ে করতে পণ হিসেবে প্রায় ১০০০ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ হাজার টাকাও দিতে হয়েছে গিটারকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে তাদের বিয়ের একটি ভিডিও।

তাতে দেখা যাচ্ছে যে, কনের কাছে পৌঁছানোর আগে ৯ টি দরজা পেরিয়ে আসছে গিটার।

যদিও আমোর্নসান সানথ্রোন মালিরাত ও ফাচারাপোর্ন জানিয়েছেন এই বিয়ে আইনমাফিক নয়। ভবিষ্যতে তারা নিজেরাই নিজেদের নতুন সঙ্গীও খুঁজে নিতে পারবেন।