দেখা গেল সঞ্জয় দত্তকে তাঁর স্ত্রীর সঙ্গে। করিনা কাপুর খানকে দেখা গেল ছোট্ট তৈমুরের সাথে। এছাড়াও আমির খান ও কিরণ রাও থেকে শুরু করে দিয়া মির্জা , কাজল ও অজয় দেবগনকে দেখা গেল ছেলের সঙ্গে। সেলেবদের ভোট কেমন কাটল তার ছবি দেওয়া হল নীচে।ওয়েব ডেস্ক: লোকসভা ভোটে পিছিয়ে নেই সেলেবরাও। প্রচুর ব্যস্ততার মাঝেও ঠিক সময় বের করে পৌঁছে গেলেন যে যার ভোট কেন্দ্রে। এবং ভোট দিয়ে বেরিয়ে পোজ দিতেও ভুললেন না পাপারাৎজিদের। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে বিদ্যা বালন, বরুন ধাওয়ান, মাধুরী দীক্ষিত নেনে বাদ ছিলেন না কেউই।