ওয়েব ডেস্ক: নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সূত্রে খবর, এই প্রক্রিয়ায় চারটি মোবাইল অপারেটরের মোট ২০ লক্ষ ৪৯ হাজার ৮৫৫টি সিম নিষ্ক্রিয় হতে চলেছে অগামী ছঘন্টায়।
বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি-পিছু একজন গ্রাহকের ১৫টির বেশী সিম থাকলে, তা নিষ্ক্রিয় করা হবে।
বাংলাদেশের মোবাইল অপারেটরদের সংগঠন ‘অ্যামটব’ জানিয়েছে, গ্রাহকদের অসুবিধার কথা মাথায় রেখেই বিটিআরসির কাছে আরও সময় বাড়ানোর জন্য তারা আবেদন করেন।
কারণ, এর মধ্যে অনেক সিম আর্থিক লেন-দেনের কাজে ব্যবহৃত হয়। হঠাত্ বন্ধ হলে, সেই সব মানুষ বিবিধ সমস্যার সম্মুখীন হবেন।
২০১৬ সালে গ্রাহক প্রতি সর্বোচ্চ ২০টি সিম রাখার সীমা বেঁধে দিয়েছিল বিটিআরসি। ২০১৭ সালে সর্বোচ্চ পাঁচটি সিম রাখার অনুমতি দেওয়া হয়।
জানা গিয়েছে, অতিরিক্ত সিমের মধ্যে গ্রামীণ ফোনের ৪ লক্ষ ৬১ হাজার ২৬১, বাংলা লিংকের ৪ লক্ষ ৫৫ হাজার ৮৩১, রবির ৪ লক্ষ ১৯ হাজার ২০২, এয়ারটেলের ২ লক্ষ ২৫ হাজার ৭৪১ এবং টেলিটকের চার লক্ষ ৮৭ হাজার ৮৯২টি সিম বন্ধ করা হচ্ছে।
বিটিআরসি প্রধান জহুরুল হকের মতে, এই সিদ্ধান্তে আগামী দিনে টেলি যোগাযোগ পরিষেবার মান আরও উন্নত হবে।