Date : 2024-04-18

জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী প্রেরণ প্রথম দফায়

ওয়েব ডেস্ক: জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে অন্য জেলায় নির্বাচনী কাজে প্রেরণ করছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, জঙ্গমহলের ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৩০ কোম্পানি বাহিনী প্রথম দফা ভোটে কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রেরণ করা হবে। এর সঙ্গে থাকছে রাজ্যে আশা প্রথম দফার ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফা নির্বাচনে ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে। তবে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সশস্ত্র রাজ্য পুলিশ থাকবে প্রথম দফা নির্বাচনে। কোচবিহারে বুথের সংখ্যা ২০১০ টি। আলিপুরদুয়ারে বুথের ১৮৩৪ টি। নির্বাচন কমিশন সূত্রে খবর, এরমধ্যে ১৫৩৮ টি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার বক্তব্য অনুসারে, ২০১৯ লোকসভা নির্বাচনে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বেশ কয়েকটি বুথে থাকবে সশস্ত্র রাজ্য পুলিশ। উল্লেখ্য, জঙ্গলমহল থেকে বাহিনী যেন না সরানো হয় তার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। এই সিদ্ধান্তের ফলে সেই আবেদন যে পত্রপাট খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন তা নিশ্চিত। এই সিদ্ধান্তের ফলে বিরোধী রাজনৈতিক দলগুলি ফের বিরোধীতায় সরব হবে। তাদের অভিযোগ, সশস্ত্র পুলিশ দিয়ে ভোট করানোকে নতুন রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছে রাজনৈতিক মহল।