Date : 2024-04-20

নারায়নপুরে অস্ত্র কারখানার হদিশ

ওয়েব ডেস্ক: ভোটের মুখে অস্ত্র কারখানার হদিশ। ঘটনাস্থল নারায়ণপুর।

ঘটনায় গ্রেফতার করা হয়েছে কারখানার মালিক ও তার স্ত্রীকে।

সূত্রের খবর, নারায়ণপুরে একটি লেদ কারখানার আড়ালে অস্ত্র বানানোর কাজ চলত।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তল্লাশি চালায় পুলিশ।

নারায়ণপুরের বাসিন্দা শেখ আলি হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে লেদ কারখানার আড়ালেই চলত অস্ত্র তৈরির কাজ।

তল্লাশির সময় শেখ আলি বাড়িতেই ছিলেন।

তখনই তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তার স্ত্রীকেও।

এখানে অস্ত্র বানিয়ে অন্য কোথায় তা পাঠানো হত, তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।

দিনকয়েক-এর মধ্যেই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন।

সেই কারণেই কি অস্ত্র বানানো হত, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি ঐ এলাকায় আর কোনও অস্ত্র তৈরির কারখানা রয়েছে কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

ধৃতদের কাছ থেকে এই ঘটনায় আর কে কে যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চলছে।

ইতিমধ্যেই লেদ কারখানাটিকে সিল করে দিয়েছে পুলিশ।

December 3, 2021, 2:00 am

ভোট প্রচারে বাম প্রার্থী নমিতা দাস .

RPLUS News #Rplus ... See more

December 2, 2021, 11:30 pm

ভোট প্রচারে বাম প্রার্থী উপনীতা পাণ্ডে

RPLUS News #RPlus ... See more

December 2, 2021, 11:00 pm

দুর্গাপুরে এক গৃহবধুর সাফল্যের কাহিনী

RPLUS News #Rplus