Date : 2024-04-19

Tik Tok অ্যাপ বন্ধের আর্জি কেন্দ্রকে…

ওয়েব ডেস্ক: পর্নোগ্রাফিতে উত্সাহিত করছে Tik Tok অ্যাপ।

এই মর্মে কেন্দ্রের কাছে অবিলম্বে এই অ্যাপ বন্ধ করার আর্জি জানাল মাদ্রাজ হাইকোর্ট।

পাশাপাশি এই চিনা অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট।

বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি এস এস সুন্দরের ডিভিশন বেঞ্চে এই মামলাটি ওঠে৷

এই অ্যাপের মাধ্যমেই দ্রুত ছড়াচ্ছে পর্নোগ্রাফি,TikTok প্রসঙ্গে এমনই পর্যবেক্ষন আদালতের। সব বয়সের মানুষের কাছে বিশেষত অল্প বয়সী ছেলে-মেয়েদের মধ্যে এই অ্যাপের প্রবল চাহিদা।

বর্তমানে TikTok অ্যাপটি প্রায় ১কোটি ভারতীয় ব্যবহার করছেন।

এই অ্যাপের মাধ্যমে অপরিচিত কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন আরও সহজ হয়ে যাচ্ছে৷

সম্প্রতি মুম্বইয়ে ১৭ বছরের এক কিশোরের মৃত্যু পর্যন্ত হয়েছে এই অ্যাপের কারণে।

সবমিলিয়ে এই চিনা অ্যাপটিকে ডাউনলোডের নিয়ম বন্ধ করুক কেন্দ্র, এমনই চাইছে মাদ্রাজ হাইকোর্ট৷