Date : 2024-04-27

অমিতকে পাঁচে চারের আশ্বাস দিলেন দিলীপরা

কলকাতা: তৃতীয় দফার নির্বাচনী প্রচারের শেষ পর্যায় রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য সফরে এসে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নেন তিনি। বৈঠকে মুকুল রায় সহ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। রাজ্যে হয়ে যাওয়া প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে রাজ্য নেতৃত্ব যে যথেষ্ট আশাবাদী সে বিষয় নিয়ে আস্বস্ত করে বিজেপি নেতৃত্ব। তাদের মতে, পশ্চিমবঙ্গে গত দু দফা ইলেকশনে পাঁচটি আসনে পাঁচটি পেতে পারে বিজেপি, তা না হলে অন্তত চারটি আসন বিজেপি পাবে বলে মত রাজ্য বিজেপি নেতৃত্বের। সোমবার সকালেও বৈঠক করেন বিজেপি নেতৃত্ব। উত্তরবঙ্গ নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বক্তব্যে এদিন বেশ প্রত্যয়ের সুর ছিল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলায় পদ্মের বিকাশ কেউ রোধ করতে পারবে না। প্রথম ও দ্বিতীয় দু দফা ভোট সবেমাত্র শেষ হয়েছে। এখনও বাকি আছে ৫ দফা নির্বাচন। তার মাঝেই বিজেপি নেতৃত্ব বাংলায় জয় পাওয়া নিয়ে আশাবাদী। রাজ্য বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গের প্রতিটি লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদীকে দিয়ে একটি করে জনসভা করানোর আবেদন জানিয়েছেন আমিত শাহ-র কাছে। অবশ্য অমিত শাহ ২ থেকে ৩টি লোকসভা কেন্দ্র পিছু প্রধানমন্ত্রীর একটি করে সভা করার কথা জানিয়ে দেন। ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এখন বিজেপির কাছে পাখির চোখ। তাই লোকসভা নির্বাচনে কোন সুযোগই হাতছাড়া করতে নারাজ বিজেপি। উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা একধাক্কায় অনেকটা কমতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের, সেক্ষেত্রে বাংলা এবং ওড়িশা সেই ক্ষতিপূরণের কেন্দ্র বলে মনে করছে পদ্ম শিবির।