Date : 2021-10-19

বলিউডে এবার সাউথের রিমেক

ওয়েব ডেস্ক: সাউথের একটি জনপ্রিয় সিনেমা কাঞ্চনা ছবির রিমেক হতে চলেছে এবার বলিউডে। এই হরর কমেডি ছবিটির আসলে ৩টি ভাগ আছে। এবং প্রতিটা ভাগই সাউথ ইন্ডিয়াতে বক্স অফিসে দারুন রোজগার করেছিল। এবার তাক লাগানোর পালা বলিউড ফ্যানদের। ছবির পরিচালক রাঘব লরেন্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবি পোস্ট করে নিজেই পরিচয় করালেন সিনেমার কলাকুশলীদের সঙ্গে।

ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার ও কিয়ারা আডভানিকে। ছবির শুটিং শুরু হয়ে গেছে রবিবার থেকেই। আপাতত অক্ষয় ও কিয়ারার সাথে ছবির শুটিং শুরু হয়েছে। সিনেমাটির নাম, লক্ষী বোম। অনেকদিন পর তুষার কাপুরকেও দেখা যাবে এই ছবিতে।

তবে শোনা যাচ্ছে এই ছবিতে ট্রান্সজেন্ডার ভূতের রূপে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। অমিতাভকে এমন এক নতুন রূপে দেখতে পাওয়ার জন্য অধীর অপেক্ষায় ভক্তরা।