Date : 2024-04-26

রাজ্য থেকে বিহারে বাস তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, ধর্মঘটে বাসমালিকরা

উত্তর দিনাজপুর: বিহারের কিষাণগঞ্জে নির্বাচনের বাস নিয়ে যাওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিল রায়গঞ্জ-শিলিগুড়ি রুটের বেসরকারি বাস মালিকরা।

ধর্মঘটের ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

জেলা শাসক অরবিন্দ মীনা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি কিষাণগঞ্জের জেলাশাসকের সঙ্গে বৈঠক করবেন।

উত্তর দিনাজপুর, মালদহ, বালুরঘাট এবং শিলিগুড়ি রুটে প্রতিদিন ১০০ টির বেশি গাড়ি যাতায়াত করে।

উত্তর দিনাজপুর জেলা পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে রিকুইজেশন কাগজ থাকা সত্ত্বেও কিষাণগঞ্জের ভোটের জন্য গাড়ি ধরে নিয়ে যাওয়া হচ্ছে।

ইতিমধ্যে দুটি বাস এভাবেই বিহারে নিয়ে যাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। বেসরকারি বাস বন্ধ থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা।

বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামানিক জানিয়েছেন, “কিষানগঞ্জ ও রায়গঞ্জে লোকসভা ভোট একই দিনে। কিষানগঞ্জের পরিবহন দফতর আমাদের গাড়িগুলি ভোটের জন্য নিয়ে যাচ্ছে। জেলার থেকে ভোটে জন্য গাড়িগুলি রিকুজেশন কাগজ না থাকা সত্ত্বেও তারা গাড়িগুলি নিয়ে যাচ্ছে।”

এই বিষয় নিয়ে ইতিমধ্যে বিষয়টি নিয়ে জেলা শাসক এবং পুলিশ সুপারকে জানানো হয়েছে।

বাস চালক নন্দলাল মাহাতো জানিয়েছেন, ভোটের কারণে কিষাণগঞ্জের মুখে বাস ঢুকতে দিচ্ছে না।

মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের, ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।

এদিকে ধর্মঘটের ফলে বেসরকারি বাসের দেখা ছিল না রায়গঞ্জের বাস টার্মিনাসে।

December 3, 2021, 2:00 am

ভোট প্রচারে বাম প্রার্থী নমিতা দাস .

RPLUS News #Rplus ... See more

December 2, 2021, 11:30 pm

ভোট প্রচারে বাম প্রার্থী উপনীতা পাণ্ডে

RPLUS News #RPlus ... See more

December 2, 2021, 11:00 pm

দুর্গাপুরে এক গৃহবধুর সাফল্যের কাহিনী

RPLUS News #Rplus