Date : 2024-03-28

রাজ্যে পুলিশ পর্যবেক্ষকের পর বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক

ওয়েব ডেস্ক: পুলিশ পর্যবেক্ষক নিয়োগের পর এবার রাজ্যে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। দ্বিতীয় দফা ভোটের আগেই রাজ্যে বিশেষ নির্বাচনী আধিকারীক হিসাবে আসছেন প্রাক্তন নির্বাচনী আধিকারিক অজয় নায়েক। পশ্চিমবঙ্গে ভোট নিয়ে প্রথম থেকেই সতর্ক নির্বাচন কমিশন। রাজ্যে বারবার নির্বাচন সংক্রান্ত অভিযোগ ওঠায় বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। গোটা দেশের মতো বাংলাতেও হতে চলেছে সাত দফা নির্বাচন। বাংলার নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে প্রথম থেকেই নির্বাচন কমিশন উদ্যোগী। ইতিমধ্যে প্রতি কেন্দ্রে নিয়োগ করা হয়েছে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে। মঙ্গলবার রায়গঞ্জের মাল্টিপার্পাস হলে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন বিবেক দুবে। প্রথম দফা ভোটে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সক্রিয় ভূমিকা দেখা গেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একই সঙ্গে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ এই প্রথম।