Date : 2021-10-19

তৃতীয় দফায় ভোটের বলি ১

ওয়েব ডেস্ক : মুর্শিদাবাদের ভগবানগোলার বালিগ্রামে তৃণমূল – কংগ্রেস সংঘর্ষ। মৃত ১। মৃত কংগ্রেস কর্মী আব্দুল কালাম টিয়ারুল শেখ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২।

গুরুতর আহত কংগ্রেস কর্মী মেহবুব শেখ হাসপাতালে ভর্তি। নসিপুর প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন আহত তৃণমূল কর্মী।

(চিত্র সৌজন্যে – গুগল)