Date : 2024-04-25

ইসলামপুরে আক্রান্ত বাম প্রার্থী সেলিম, গাড়ি ভাঙচুর

উত্তর দিনাজপুর: দ্বিতীয় দফার ভোটের সকাল থেকেই উত্তপ্ত রাজ্যের তিন ভোট কেন্দ্র। সকাল থেকেই ভোটদানে বাধা দেওয়া, ইভিএম বিকল সহ একাধিক অভিযোগ আসতে শুরু করে এই তিনটি ভোট কেন্দ্র থেকে। এবার ভোট চলাকালীন আক্রান্ত হলেন রায়গঞ্জের বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিম। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সকালে ভোট গ্রহণের শুরুতেই একের পর এক গন্ডগোলের খবর আসতে শুরু করে উত্তর দিনাজপুর জেলা থেকে। ইসলামপুরে পাটাগড়ার বুথে ছাপ্পা ভোট পড়েছে খবর আসে সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমের কাছে। সেলিম খবর পেয়ে সেখানে ছুটে যান ইসলামপুরের উদ্দেশ্যে। ঘটনাস্থলে পৌঁছাতেই বুথের কাছে যাওয়ার অভিযোগে সেলিমকে বাধা দেয় দুষ্কৃতীরা। সকাল ১১ টা নাগাদ বুথ পরিদর্শনে আসলে তাকে ঘিরে ফেলা হয়।

গাড়িতে চলে ভাঙচুর। ভেঙে ফেলা হয় তার গাড়ির সামনের কাঁচ। স্থানীয় মানুষের চেষ্টায় দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত হন সেলিম। ঘটনায় রায়গঞ্জের সিপিআইএম প্রার্থী সেলিম পুলিশি নিষ্কৃয়তার অভিযোগ তুলেছেন। বামপ্রার্থী মহম্মদ সেলিমকে আক্রমণের ঘটনায় সরাসরি আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনার অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। কমিশন এই আক্রমণের ঘটনার রিপোর্ট তলব করেছে। এদিন সকাল থেকে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৩২ শতাংশ। আর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৩৩. ৯৭ শতাংশ। জলপাইগুড়িতে ভোটদানের হার ৩৬ শতাংশ ছিল।