ওয়েব ডেস্ক: সুবিচার না পাওয়া অব্দি আর কোনও দলকেই ভোট দেবেন না নির্ভয়ার মা-বাবা। তাঁদের মতে শুধুমাত্র ভোট পেতেই প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলি।
ভোট মিটে গেলে তা আর মনে রাখে না তারা। শুধু কথায় নয়, জীবন দিয়ে এর প্রমাণ পেয়েছেন নির্ভয়ার মা-বাবা।
২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসের মধ্যে গণধর্ষণের শিকার হন নির্ভয়া। চূড়ান্ত শারীরিক নিগ্রহের জেরে বেশ কিছুদিন হাসপাতালে লড়াইয়ের পর প্রাণ হারান তিনি।
প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলনে গর্জে ওঠে দেশ। ঘটনার তীব্র নিন্দা করে সুবিচারের প্রতিশ্রুতি দেয় সবকটি রাজনৈতিক দল।
দোষী সাব্যস্ত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি তবে ঘটনার পর কেটে গিয়েছে সাত সাতটি বছর, বিচার পায়নি নির্ভয়ার পরিবার।
তাঁদের দাবি শুধুমাত্র তাঁদের সন্তানের উপর পৈশাচিক অত্যাচারের যে বিচার মেলেনি তাই নয়, একের পর এক অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসার পরও দেশের মহিলা ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ দেশের প্রশাসন।
ঘটনার পর হাজার প্রতিশ্রুতি দিলেও আদতে তা বাস্তবায়িত হয়নি। এখনও রাস্তায় রাস্তায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি।
সন্তানরা বাড়ি না ফিরলে এখনও উদ্বেগের প্রহর গুণতে হয় অভিভাবকরদের। প্রতিদিন দেশের কোনও না কোনও স্থানে ধর্ষিত হয়ে চলেছে ৬০ থেকে কচি পাঁচ।
তাই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্ভয়ার মা-বাবা। সন্তানের উপর অত্যাচারের বিচার না পেলে আর ভোটকেন্দ্র মুখি হবেন না তাঁরা।