ওয়েব ডেস্ক : কিং খানের মুকুটে নয়া পালক! ফিলানথ্রপিতে সাম্মানিক ডক্টরেট পেলেন কিং খান।
লন্ডনের দ্য ইউনিভার্সিটি অফ ল তাঁকে এই সম্মানে ভূষিত করল।
সেখানকার প্রায় ৩৫০ ছাত্রছাত্রীর উপস্থিতিতে গ্র্যাজুয়েশন সেরিমনিতে মঙ্গলবার এই সম্মান গ্রহণ করেন বাদশা তিনি।
এবারই প্রথম নয় এর আগেও এই সন্মানে ভূষিত হয়েছেন তিনি।
এর আগে, বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট পেয়েছেন শাহরুখ।
এই বিশেষ সম্মানে সম্মানিত হতে পেরে আপ্লুত শাহরুখ জানান, ‘আমার মনে হয় সেবা নীরবে ও সম্মানের সঙ্গে করা উচিত। মুখে বললে তার উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়। আমার হৃদয়ের কাছের ইচ্ছেগুলো পূরণ করতে জনমানসে আমার ব্যক্তিত্ব ও অবস্থানকে কাজে লাগাতে পেরে আমি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘আমি সক্রিয়ভাবে মহিলাদের সশক্তিকরণ, পিছিয়ে পড়াদের পুনর্বাসন ও মৌলিক অধিকারের রক্ষায় কাজ করেছি। দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে পৃথিবী আমায় এত কিছু দিয়েছে, তাকে কিছু ফিরিয়ে দেওয়াটাও আমার কর্তৃব্য। এই সাম্মানিক ডক্টরেটের জন্য সবার কাছে কৃতজ্ঞ।’
সবমিলিয়ে এই নয়া স্বীকৃতি শাহরুখের মুকুটে নয়া পালক যোগ করল।