ওয়েব ডেস্ক: ক্যালেন্ডারে এখনও বৈশাখ আসেনি। কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে গরমে।
বৃষ্টিরও দেখা নেই। এরই মধ্যে খারাপ খবর শহরবাসীর জন্য।
আগামী শনিবার, ৬ এপ্রিল কলকাতা পুরসভার পানীয়জল পরিষেবা বন্ধ থাকবে।
পুরসভার তরফে জানানো হয়েছে, গার্ডেনরিচ জলশোধনাগারে মেরামতির কাজ চলার কারণে এদিন জল পরিষেবা বন্ধ থাকবে।
শনিবার দুপুর ও রাতে পানীয়জল পরিষেবা বন্ধ থাকবে বেহালা, মহেশতলা, গার্ডেনরিচ ও দক্ষিণ কলকাতার একাংশে।
পরিষেবা স্বাভাবিক হবে রবিবার সকাল থেকে।