Date : 2024-04-20

স্কুলে ঢুকে পড়ল হাতি, আতঙ্কিত পড়ুয়ারা

বাঁকুড়া: হাতির তান্ডবে আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ।

বাঁকুড়ার সোনামুখী এলাকার কড়াশলি প্রাথমিক বিদ্যালয়ে একটি দাঁতাল হাতি আচমকাই ঢুকে পড়ে।

বিদ্যালয়ে দেওয়াল ভেঙে ঢুকে অনেক সম্পত্তির ক্ষয়ক্ষতি করেছে হাতিটি।

স্কুলের পানীয় জলের পাম্প, ফুলের বাগান তছনছ করে দাঁতালটি।

এরপর স্কুলের ভেতরে রাখা মিড ডে মিলের চাল খেয়ে চম্পট দেয় দাঁতালটি।

হাতির হামলার জেরে আতঙ্ক ছড়ায় স্কুল পড়ুয়াদের মধ্যে।

আসে পাশে গ্রামের মানুষও ভয় পেয়ে বন দফতরে খবর দেয়।

খবর পেয়ে দ্রুত হাতিটিকে তাড়ানোর জন্য বন দফতরের কর্মীরা হাজির হয়।

এলাকা থেকে হাতিটি তাড়ানোর প্রক্রিয়া শুরু করে তারা।

সূত্রের খবর, স্থানীয় জঙ্গল থেকে প্রায়ই হাতি ঢুকে পড়ে এলাকায়।

ক্ষেতের ফসল, গ্রামের ঘর বাড়ি নষ্ট করে। দাঁতালের তান্ডবে আতঙ্কিত সোনামুখীবাসীরা।