ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়ে খুশির হাওয়া বেসরকারি সংস্থার কর্মচারীদের মধ্যে।
এই রায় বেসরকারি সংস্থার কর্মীদের পেনশন বৃদ্ধির পথ আরও প্রশস্ত করে দিল।
কেরল হাইকোর্টের রায়কে অপরিবর্তিত রেখেছে শীর্ষ আদালত।
এই নির্দেশ অনুযায়ী, সমস্ত কর্মচারীদের পেনশন এবার থেকে তাদের পুরো বেতনের উপর হিসেব করা হবে। অর্থাৎ এর জেরে পেনশন প্রায় দ্বিগুণ হয়ে যাবে।
কেরল হাইকোর্ট ইপিএফও-কে কর্মচারীদের অবসরের পর তাদের পুরো বেতন অনুযায়ী পেনশন হিসেব করার নির্দেশ দিয়েছিল ৷
বর্তমানে প্রত্যেক মাসে সর্বাধিক ১৫ হাজার দেওয়া হয়।
এই রায়ের বিরুদ্ধে EPFO শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের করে।
সোমবার এই বিষয়ে রায় দেয় সুপ্রিম কোর্ট ৷
নতুন নিয়ম অনুযায়ী যারা ১ সেপ্টেম্বর ২০১৪ পর থেকে কাজ করা শুরু করেছেন তারা পুরো বেতনের উপর পেনশনের এই সুবিধা পাবেন ৷
