হাওড়া: অজানা কারণে হাওড়ায় অব্যহত মাছের মড়ক।
বোটানিক্যল গার্ডেনের পর সাঁতরাগাছির পাখিরালয় নামক ঝিলে সোমবার সকালে প্রচুর মৃত মাছ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে মাছ ধরতে ছুটে আসেন অনেকেই। ঠিক কি কারণে এত মাছ মারা গেল তার কারণ অজানা।
পরিবেশবিদদের আশঙ্কা, আবহাওয়ার কারণে জলের তাপমাত্রার হেরফের হওয়ায় মৃত্যু হয়েছে মাছের।
তবে পরিবেশ দূষণের কারণকেও বাদ দিচ্ছেন না তারা।
আবার বিষক্রিয়ার কারণেও মাছের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ঝিলের জল দূষিত হওয়ার কারণেই মাছের মৃত্যু হয়েছে।
সাঁতরাগাছিল পাখিরালয় ঝিল দীর্ঘদিন অপরিচ্ছন্ন হয়ে থাকায় ঝিলে কচুরিপানার সংখ্যাও বেড়ে গেছে।
জলের বাস্তুতন্ত্রিক ভারসাম্যও নষ্ট হয়েছে।
প্রতিবছর শীতে সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখি আসে।
বিগত দু-তিন বছর ধরে দূষণের জেরে পরিযায়ী পাখির সংখ্যাও কমেছে।
সেই কারণে মাছের মৃত্যু হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।