ওয়েব ডেস্ক : লাইনচ্যুত পূূর্বা এক্সপ্রেসের ১২টি কামরা। শুক্রবার রাত একটা নাগাদ কানপুর থেকে ১৫ কিলোমিটার দূরে রুমা নামে একটি গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন ১৩ জন।
সূত্রের খবর, ট্রেনটি হাওড়া থেকে দিল্লি যাচ্ছিল। দুর্ঘটনার পর পরই উদ্ধারকারী দল সেখানে পৌঁছয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কানপুরের জেলাশাসক বিজয় বিশ্বাস পন্থ জানিয়েছেন উদ্ধারকাজ চলছে, বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও গভীর রাত পর্যন্ত মারা যাওয়ার কোনও খবর পাওয়া য়ায়নি।
দুঘর্টনাগ্রস্ত যাত্রীদের কয়েকটি বাসে করে চিকিৎসার জন্য কানপুরে নিয়ে হয়েছে। তাঁরা যাতে নিরাপদে দিল্লি ফিরতে পারেন সেই জন্য রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।