Date : 2024-03-29

ক্রিকেটকে দুর্নীতি মুক্ত করতে ইন্টারপোলের কাছে সাহায্যের আর্জি আইসিসি-র

ওয়েব ডেস্ক: ক্রিকেটে দুর্নীতি রুখতে এবার বিশেষ পদ্ধতি নিতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আসন্ন ক্রিকেট বিশ্বকাপের আগে বেটিং বা অন্য কোন দুর্নীতি রুখতে আইসিসি এবার ইন্টারপোলের সাহায্য নিতে চলেছে।

একটি প্রেস বিবৃতি দিয়ে এই বক্তব্য প্রকাশ করেন আইসিসি অ্যান্টি কোরাপশান ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল।

তিনি এদিন জানান, “ক্রিকেট স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত রাখতে একসঙ্গে কাজ করতে হবে। আমরা ১৯৪ জন সদস্য এই কাজের সঙ্গে যুক্ত হলাম।”

গতবছর এই বিষয়ে ইন্টারপোলের সঙ্গে বৈঠক করতে ফ্রান্সে গিয়েছিলেন, আইসিসি-এর অ্যান্টি কোরাপশান ম্যনেজার। আইসিসির তরফে জানানো হয়েছে,

ক্রিকেটারদের দুর্নীতির বিষয়ে সচেতন করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে আইসিসি বিভিন্ন দেশে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলিকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

এর ফলে ম্যাচ ফিক্সিং, বেটিং-এর মতো দুর্নীতি থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে মুক্ত করা যাবে বলে মনে করেন মার্শাল।