Date : 2024-04-19

“ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা হবে” কড়া বার্তা নরেন্দ্র মোদীর

দক্ষিণ দিনাজপুর: লোকসভা নির্বাচনের প্রথম দফায় ঘুম ছুটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। বাংলাদেশী অভিনেতা ফিরদৌস ও গাজি আবদুন নূরের তৃণমূলের প্রচারে অংশ নেওয়া প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, “লোকসভা নির্বাচনে জেতার জন্য মমতা বাংলাদেশী এনে ভোট প্রচারের কৌশল নিয়েছেন।” তৃতীয় দফা নির্বাচনে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট হবে। এদিন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে প্রচারে এসেছিলেন মোদী।

একধিক ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফা নির্বাচনে চোপড়ায় গন্ডগোল প্রসঙ্গে তিনি বলেন, “টিএমসি-র গুন্ডাদের বিরুদ্ধে এভাবেই প্রতিরোধ গড়ে তুলুন। পিসি ভাইপো মিলে পশ্চিমবঙ্গের ক্ষতি করছে এর জবাব ওদের দিতেই হবে।” ভোট প্রচারে সার্জিকাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের কথা উল্লেখ না করতে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এদিন ফের একবার নরেন্দ্র মোদীর মুখে বালাকোটে এয়ার স্ট্রাইকের কথা উঠে আসতে শোনা যায়। এদিন তিনি বলেন, “এয়ার স্ট্রাইকে কতজনের মৃত্যু হয়েছে সেই পরিসংখ্যান জানতে চেয়েছেন মমতা। সারা ভারতবর্ষ এয়ার স্ট্রাইকে গর্বিত। একমাত্র দিদি গর্বিত নন।”

চিটফান্ড ইস্যুতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়াতে ভোলেননি নরেন্দ্র মোদী, “পশ্চিমবঙ্গে পাশ করা চাকরি প্রার্থীরা কাজ পান না। গরিব মানুষের প্রতিটি টাকার হিসেব দিতে হবে”, বুনিয়াদপুরের সভায় এভাবেই আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। “দেশের সর্বত্র পশ্চিমবঙ্গের মডেল প্রয়োগ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ এমন মডেল অ্যাপ্লাই করেছে যাতে জঙ্গিরা ভীত”, ক্ষমতায় এলে দেশে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা হবে। এনআরসি নিয়ে ভুল বোঝানো হচ্ছে মানুষকে, দিনাজপুরের সভায় এদিন নরেন্দ্র মোদী কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলকে।