Date : 2021-05-06

ভোট দেবেন না দীপিকা!

ওয়েব ডেস্ক: আজ ভোট উৎসবে মেতেছে দেশ। বাদ নেই বলিউডের সেলেবরাও। প্রচন্ড গরমকে এড়াতে সকাল সকাল গিয়েই ভোট দিয়ে এসেছেন প্রায় সবাই। তবে একজনের দেখা কিন্তু এখনও মেলেনি কোনো ভোটগ্রহণ কেন্দ্রেই। তিনি হলেন দীপিকা পাডুকোন। তাহলে কী তিনি ভোট দেবেন না? প্রশ্ন তাঁর ভক্তদের। বেশকিছুদিন আগেই একটা গুজব শোনা যাচ্ছিল ওনাকে নিয়ে। বলা হচ্ছিল যে উনি নাকি ভারতের নাগরিক নন।

যেহেতু দীপিকার জন্ম ডেনমার্কে, তাই তার কাছে ড্যানিশ পাসপোর্ট আছে। তাই তিনি এইবারের লোকসভা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু এই গুজবের মেঘ সরিয়ে এবার নিজেই উত্তর দিলেন দীপিকা। তিনি খুব স্পষ্ট ভাবে জানালেন তাঁর কাছে ভারতের পাসপোর্ট আছে। এবং তিনি ভোট দেবেন। এই কথা জানার পর থেকেই উৎসাহিত তাঁর ভক্তরা। এবং ভোট কেন্দ্রে তাঁর আসার অপেক্ষায়।