Date : 2021-10-29

২০৩৩-এ মঙ্গলে মানুষ পাঠাবে নাসা

ওয়েব ডেস্ক: চাঁদের পর এবার মঙ্গলে। মার্কিন গবেষণা সংস্থা নাসা আগেই জানিয়েছিল তারা চাঁদে ফের মানুষ পাঠাবে ২০২৪-এ। এবার লক্ষ্য মঙ্গল।

২০৩৩-এর মধ্যে মঙ্গল গ্রহেও নভোশ্চর পাঠানোর লক্ষ্যমাত্রা রেখেছেন নাসার বিজ্ঞানীরা।

একথা জানিয়েছেন খোদ নাসার মুখ্য প্রশাসক জিম ব্রিডেনস্টাইন।

মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং এই প্রাক্তন রিপাবলিকানকে নাসার প্রশাসক পদে বহাল করেন।

তবে অনেক মহাকাশ গবেষকই সন্দিহান, এই ডেডলাইনের মধ্যে নাসা আদৌ কতটা তাদের কাজে সফল হবে?

অনেকের মতে চাঁদে মানুষ পাঠানোর কাজে ইতিমধ্যেই বেশ দেরী করে ফেলেছে নাসা।

সূত্রের খবর, যেকোন সময় মঙ্গলে মানুষ পাঠানো সম্ভব নয়।

মঙ্গলে তখনই মানুষ পাঠানো সম্ভব, যখন সূর্যের যেদিকে পৃথিবী রয়েছে, সেদিকেই লাল গ্রহটি অবস্থান করবে।

জানা গিয়েছে ২০৩১ এবং ২০৩৩-এ মঙ্গল গ্রহের এই অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারনেই ঐ সময়টিকে বেছে নিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

October 27, 2021, 6:45 am

এখনই গ্রেফতার নয় শেখ সুফিয়ান

RPLUS News

October 27, 2021, 6:30 am

চাকরির দাবিতে গণ আত্মহত্যার হুমকি

RPLUS News #WestBengal

October 27, 2021, 6:15 am

আজও মিলল না শাহরুখ পুত্র আরিয়ানের জামিন

RPLUS News #aryan