Date : 2022-06-29

বিয়ে করেই নির্বাচনী বুথে নব দম্পতি…

ওয়েব ডেস্ক: পরণে লাল লেহেঙ্গা, শেরওয়ানি এই বেশেই নির্বাচনী বুথে প্রবেশ করলেন যুগল।

শুধুমাত্র ভোটাধিকার প্রযোগ করতেই যে এমন বেশ, তা কিন্তু নয়।

বৃহস্পতিবারই চার হাত এক হয়েছে।

আর সেদিনই দ্বিতীয় দফার ভোটগ্রহণ।

বিয়ে বলে তো আর গণতান্ত্রিক অধিকারে ফাঁকি দেওয়া য়ায় না, তাই বিয়ের পিঁড়ি থেকে সটান নির্বাচনী বুথে হাজির নব দম্পতি।

আজ দ্বিতীয় দফায় জম্মু ও কাশ্মীরের দু’টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

একটি শ্রীনগর এবং আর একটি উধমপুর কেন্দ্র।

এই উধমপুর কেন্দ্রেই এ দিন দেখা গেল নবদম্পতিকে।

ঘটনার ছবি সামনে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

তাঁদের এই সিদ্ধান্ত রীতিমতো প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।

তাঁদের কথায়, ভোট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

দেশের উন্নয়নের স্বার্থে সবারই উচিত ভোট দেওয়া।