Date : 2024-04-25

“PM Narendra Modi”-র মুক্তিতে নির্বাচন কমিশনের ছাড়পত্র মিলল না…

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক PM Narendra Modi-র মুক্তিতে সুপ্রিম কোর্ট সবুজ সংকেত দিলেও ছাড়পত্র মিলল না নির্বাচন কমিশনের তরফে। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে ছবি মুক্তি রদের আবেদন খারিজ হয়েছিল। এই ছবির মুক্তি রদ করা হোক, এই দাবিতে কংগ্রেসের এক নেতা দেশের শীর্ষ আদালতে পিটিশন দায়ের করে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্তা এবং সঞ্জীব খন্নার উপস্থিতিতে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, ভোটের সময়ে এই ছবি মুক্তি পাওয়া উচিত কি না সেবিষয়ে সিদ্ধান্ত নিতে পারে একমাত্র নির্বাচন কমিশন। বুধবার সকালেই ছবিটিকে ছাড়পত্র দেয় সিবিএফসি( সেন্সর বোর্ড)। তবে তখনও বাকি ছিল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সেখানে আর অনুমতি মিলল না ছবি মুক্তিতে। কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, ভোটের সময় কোনও ধরণের বায়োপিকই মুক্তি পাবে না। প্রসঙ্গত ছবি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ১১ এপ্রিল। এদিকে সেদিনই শুরু হতে চলেছে সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পক্রিয়া। সবমিলিয়ে ভোট না মিটলে যে মুক্তি পাবে না PM Narendra Modi, তা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন।