ওয়েব ডেস্ক: নির্বাচনী প্রচারে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রথমে শিলিগুড়ি ও তারপর কলকাতার ব্রিগেডে সভা করার কথা রয়েছে তাঁর।
শিলিগুড়িতে দুপুর দেড় টা এবং ব্রিগেডে বিকেল ৪টা নাগাদ আসার কথা রয়েছে তাঁর।
এদিকে রাজ্যে পা রাখার আগেই বাংলার মানুষের জন্য ট্যুইট করলেন প্রধানমন্ত্রী।
তাও আবার বাংলা ভাষায়।
ট্যুইটে রাজ্যবাসীকে “ভাই বোন” বলে উল্লেখ করে তিনি লিখেছেন তিনি কিছু বলতে চান।
এদিকে বাংলায় এবার ৪২টি আসনের মধ্যে ২৩ টি আসন বিজেপির দখলে থাকবে সেবিষয়ে আশাবাদী গেরুয়া শিবির।
গত ২৯ মার্চ রাজ্যে সভা করে গিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
তার ঠিক পাঁচ দিনের মাথায় আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।