Date : 2024-03-29

রাহুলের প্রাণনাশের আশঙ্কা করছে কংগ্রেস…

ওয়েব ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণের দিনই বড়সড় অভিযোগ আনল কংগ্রেস। কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধীর আমেঠিতে রোড-শো চলাকালীন তাঁর উপর ‘গ্রিন লেসার’ ফেলার অভিযোগ ওঠে, একবার নয় তাও আবার সাতবার। রাহুল গান্ধীর নিরাপত্তাহীনতার আশঙ্কা করে কংগ্রেসের তরফে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে জানানো হয়। সেখানে বলা হয়, স্নাইপার রাইফেলের লেসারের মতো আলো রাহুলের মাথায় তাক করে ফেলা হয়েছে। যদিও, কংগ্রেসের এই অভিযোগ খারিজ করে দিয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। মোবাইলে ভিডিয়ো করার সময় ওই আলোর বিন্দু নির্গত হয়েছে, এমনটাই জানিয়েছেন ওই সংস্থার ডিরেক্টর, বুধবার আমেঠিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুলের মাথা তাক করে লেসার ফেলা হয় বলে অভিযোগ ওঠে। সাংসদ রাহুল গান্ধী এসপিজি-র জেড প্লাস নিরাপত্তা পেয়ে থেকেন । তারপরও এই ধরণের ঘটনা কী ঘটা সম্ভব? উত্তর নিরসনে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।