Date : 2021-12-02

পুলিশি পদক্ষেপ নিলেন রানি

ওয়েব ডেস্ক: রানি মুখার্জি এবার নতুন রুপে। অনেকদিন পর আবার রানিকে দেখা যাবে পর্দায়। মর্দানি ২-এ দেখা যাবে তাঁকে শিবানী শিবাজী রায় রুপেই। ছবির শুটিং শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। মঙ্গলবার মুক্তি পেল এই ছবিতে রানির নয়া লুক। পুলিশের উর্দিতে তাকে কিন্তু বেশ লাগছে। মর্দানি ছবির বিষয় ছিল চাইল্ড ট্রাফিকিং নিয়ে।

শোনা যাচ্ছে এর সিকুয়েলে পুরোনো শত্রুকেই দেখা যাবে রানির বিপরীতে ভিলেন হিসেবে। হিচকির পর রানিকে আবার পর্দায় ফিরে আসতে দেখে খুশি তাঁর ভক্তরা।