Date : 2021-04-22

অটোয় চড়লেন সারা…

ওয়েব ডেস্ক: সারা আলি খান তাঁর রূপের বহরে ইতিমধ্যেই মাত করেছেন সবাইকে। তবে এবার ভক্তদের মন জিতলেন একটু অন্যভাবে।

সেলেবদের নিয়ে নানা ঝামেলার কথা সবাই শুনে থাকে। কিন্তু সারা আলি খান যে সবার মধ্যে থেকেও সবার থেকে আলাদা তা প্রমাণ হল এবার।

শুক্রবার সকালে সারাকে দেখা যায় অটো রিক্সা থেকে নামতে। জিমে যাচ্ছিলেন সারা।

শোনা যাচ্ছে বাড়ির গাড়িকে রীতিমত অগ্রাহ্য করেই নাকি সারা অটোরিক্সায় উঠে চলে আসেন।

সঙ্গে ছিলেন তাঁর বন্ধু সেলিব্রিটি স্টাইলিশ তনয়া ঘাভরি।

জিম লুকে সারাকে যে সুন্দর লাগছিল তা তো বলাই বাহুল্য। এবং তারই সঙ্গে তিনি কিন্তু ভুললেন না পাপারাৎজিদের পোজ দিতেও।