ওয়েব ডেস্ক: কিং খানের সময় এখন বেশ খারাপ। পর পর তাঁর সিনেমাগুলি না জায়গা করতে পারছে বক্স অফিসে, আর না তাঁর ভক্তদের মনে।
তিনি নিজেও খুব চিন্তিত। ক্ষুব্ধ তাঁর ভক্তরাও। বেশ কয়েক বছর ধরেই তাঁর প্রতিটি সিনেমা অসফল হওয়ার প্রধাণ কারণ হল খারাপ স্ক্রিপ্ট।
এমন কি তাঁর শেষ ছবি জিরোও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাই এখন নাকি বেশ ভেবেচিন্তেই স্ক্রিপ্ট বাছাই পর্ব চলছে বাদশা খানের।
তবে শোনা যাচ্ছে বিখ্যাত ইরানিয়ান পরিচালক বিয়ন্ড দ্যা ক্লাউডস খ্যাত মাজিদ মাজিদির পরবর্তী সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে।
সম্প্রতি চিনের বেজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন কিং খান। সেখানেই মাজিদ মাজিদি এবং শাহরুখ খানকে দেখা গেল একসঙ্গে গল্প করতে।
যদিও ছবির ব্যাপারে মুখ খোলেননি শাহরুখ। তিনি এখন সঞ্জয় লীলা বনসালীর সঙ্গে তাঁর পরবর্তী সিনেমার কাজে ব্যাস্ত। আপাতত শাহরুখ ভক্তদের অধীর অাগ্রহে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।