Date : 2024-04-26

আর বোরখায় মুখ ঢাকবে না শ্রীলঙ্কা

ওয়েব ডেস্ক: দিন কয়েক আগেই ভয়াবহ বিস্ফোরণ প্রাণ কেড়েছে কয়েক’শ মানুষের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কড়া ব্যবস্থা নিল শ্রীলঙ্কা সরকার। সিরিসেনার সরকারের তরফে বোরখা সহ সব ধরণের মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করল তারা।

দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং জঙ্গি চিহ্নিতকরণে সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। সোমবার থেকেই দেশজুড়ে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।

ইসলামিক সংগঠন অব সেলন জামিয়াতুল উলেমা পোশাক নিষেধাজ্ঞা নিয়ে এর আগেই সতর্ক করেছিল। ওই সংগঠনের তরফে দেশের নিরাপত্তার জন্য মহিলাদের বোরখা না পরার ফতেয়া জারি করে। এই ভয়াবহ বিস্ফোরণের পর দেশের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্তই নিল শ্রীলঙ্কা সরকার।

প্রসঙ্গত,গত ২১ এপ্রিল ইস্টার সানডে-তে একাধিক বিস্ফোরণে মৃত্যু হয় ২৫৩ জনের। ওই দিনই ৩ গির্জা এবং ৩ হোটেলে বিস্ফোরণ ঘটানো হয়। আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করে আইএস।