Date : 2024-04-20

পূর্ব বর্ধমানে শাসকদলের অভিনব প্রচার

পূর্ব বর্ধমান: ভোট আসলে দেশ তথা রাজ্যের মন্ত্রী ,সাংসদদের কত কিছুই না করতে দেখা যায়। বৃহস্পতিবার শাসকদল তৃণমূল কংগ্রেসের তেমনই এক অভিনব প্রচার দেখল পূর্ব বর্ধমান জেলার মানুষ। এদিন পূর্ব বর্ধমান জেলা সদরে তৃণমূল কংগ্রেসের প্রচারে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা এবং অরূপ বিশ্বাস।পূর্ব বর্ধমান জেলার গ্রামাঞ্চলে এদিন প্রচার শুরু করেন তারা। হুডখোলা জিপে গ্রামের অলিগলি ঘুরে প্রচার শেষে অরূপ বিশ্বাস হাতে তুলে নেন ধামসা মাদল। মাদলের বোলে তখন গ্রামের মেয়েরা নাচতে শুরু করেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন মমতাজ।

শেষবেলার প্রচারে রাজ্যের সর্বত্রই এভাবেই অভিনব পদ্ধতিতে ঝড় তুলতে শুরু করেছে শাসকদল। এর আগে সাংসদ একবার কলসি কাঁখে নেমেছিলেন প্রচার করতে। বৃহস্পতিবার তাকে নাচের ময়দানে দেখা গেল। এই অভিনব প্রচার সম্পর্কে প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা বলেন, এই প্রচার শুধুমাত্র মানুষের মন জায়গা করে তোলার জন্য, এবং তাদেরকে বার্তা দেওয়া যে সাংসদ মন্ত্রীরা তাদের মতই সাধারণ মানুষ। প্রচার শেষে ভোটারদের মধ্যে নকুলদানা বিলি করা হয়। ভোট বড় বালাই সেটাই বার বার প্রমানিত হয় এই অভিনব প্রচারের মাধ্যমে।