ওয়েব ডেস্ক: সারাদিনের কাজের ফাঁকে কিছু সময় খারাপ কাটে, কিছু আবার ভালো। তা আপনার আজকের দিনটা কেমন যাবে? জেনে নিন এবার।
মেষ রাশি: আজ যেকোনো পরিকল্পনা খুব ভেবে চিন্তে বানাবেন। এবং তা পুরণ করবেনও সবদিক ভেবে। আপনার উন্নতি খুব ধীরে হবে।
বৃষ রাশি: শরীর নিয়ে গাফিলতি করা ঠিক হবে না। আজকেই ডাক্তার দেখান। আর খুব অসুস্থ হলে বাড়িতেই থাকুন।
মিথুন রাশি: পারলে আজ খরচাপাতিগুলো একটু ভেবে করুন। কিন্তু তাতেও কিছু লাভ হবে বলে মনে হয়না, কারণ কোথাও না কোথাও দিয়ে আপনার টাকা বেরিয়ে যাবেই।
কর্কট রাশি: আপনার জীবনে বেশিরভাগ সমস্যাগুলির মূল সুত্রই হবে আপনার কাজের যায়গা। তাই সেখানে একটু বুঝেশুনে কথা বলা ও কাজ করার চেষ্টা করুন।
সিংহ রাশি: যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবুন। আজ কাজের যায়গায় আপনি খুবই এনার্জি নিয়েই কাজ করবেন। তবে বিকেলের দিকে কোনো কারণে এই এনার্জি কমেও যেতে পারে।
কন্যা রাশি: আজ আপনার চাকরির যায়গাতে কোনো কারণে মনক্ষুন্ন হয়ে থাকতে পারে। তবে আপনার কোনো খুব ভালো কাজের জন্য আপনি আজ বাহবা পেতে পারেন।
তুলা রাশি: আপনার জীবনের কোনো পুরোনো স্মৃতি ভিড় করে আসতে পারে আপনার মনে। তবে আজ আপনি এমন একজনকে পাবেন যার সাথে মনের কথা বলতে পারবেন।
বৃশ্চিক রাশি: নিজেকে একটু নিয়মের গন্ডিতে বাঁধার চেষ্টা করুন। তবে আপনার আজ টাকার অভাব হবে না। টাকা খরচ হলেও কোথাও থেকে আবারও টাকার সন্ধান হয়ে যাবে।
ধনু রাশি: আজ নিজের মাথাকে একটু শান্ত রাখুন। পারলে করতে পারেন মেডিটেশনও। শুধু প্রিয় মানুষকেই না, ভালোবাসা ছড়িয়ে দিন নিজের আশেপাশেও।
মকর রাশি: কোন পথে যাওয়া উচিত তা নিয়ে আপনার মনোস্থির করতে আজ অসুবিধা হতে পারে। তবে নিজের মন যা বলছে সেটা অনুযায়ী কাজ করলে ক্ষতি হবে না।
কুম্ভ রাশি: আজকের দিনটা আপনার জন্য খুবই লাকি। যা চাইবেন তাই পেয়ে যেতে পারেন। আজকে সারাদিনটা আপনার প্রিয় কাজগুলিতে সময় কাটান।
মীন রাশি: আজ আপনার ভাগ্য আপনার সাথে। চাইলে লটারিও জিততে পারেন, আবার আপনার প্রিয় ম্যাচের টিকিটও। এবং আজ বিকেলে আপনার জন্য অপেক্ষা করছে আরো বড় কোনো উপহার।