Date : 2024-04-19

সুতিতে জটলা বন্ধ করতে পুলিশি তান্ডব, জখম দুই শিশু

মুর্শিদাবাদ: তৃতীয় দফা নির্বাচন চলাকালীন, জঙ্গিপুরের সুতিতে উত্তেজনা ছড়াল। হরিপুর অঞ্চলে হঠাৎ পুলিশ ভোট গ্রহন কেন্দ্রের সামনে লাঠি চার্জ করতে শুরু করে। ভোট গ্রহণ কেন্দ্রে পুলিশের তান্ডবের জেরে আতঙ্কিত হয়ে পড়ে সাধারন মানুষ। পুলিশের বিরুদ্ধে এলাকায় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আতঙ্কে ছুটে পালাতে গিয়ে গরম চা গায়ে পড়ে যায় দুই শিশুর। বুথের ৩০০ মিটার দূরে জটলা দেখে জটলা বন্ধ করতে এগিয়ে যায় পুলিশ। চায়ের দোকানে জটলা ছত্রভঙ্গ করত গিয়ে বচসার জেরে গন্ডগোল সৃষ্টি হয়।

সূত্রের খবর, সুতি থানার হরিহরপুরের ওই এলাকায় ৯৩ ও ৯৪ নং বুথের থেকে মোটামুটি ৩০০-৪০০ মিটার দূরে একটি চায়ের দোকানে জটলা দেখতে পায় পুলিশ। সেক্টর অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে ৯৩ ও ৯৪ নং বুথে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ চলছিল। ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই ভোটারদের উপর চড়াও হয় নিরাপত্তারক্ষীরা। ৩০০ মিটার দূরে একটি চায়ের দোকানে ঢুকে লাঠিচার্জ করতে শুরু করে পুলিশ। এর জেরেই দুজন শিশু গুরুতর জখম হয় বলে অভিযোগ।