দক্ষিণ দিনাজপুর: তৃতীয় দফা নির্বাচনের শুরু থেকেই একের পর এক উত্তেজনার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের প্রায় সব কটি ভোট কেন্দ্র। ভোট গ্রহণকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ডোমকলের একাধিক অঞ্চলে উত্তেজনা ছড়ায়। ভোট গ্রহণকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডিতে ভোটারদের উপর জুলুমের অভিযোগ ওঠে। ভোটারদের ওপর হামলা চালানোর অভিযোগও ওঠে। ভোটারদের লাইন থেকে বের করে মারধর করার অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল ওঠে তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগের কথা অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। উল্টে তৃণমূলের তরফে এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করা হয়েছে।
বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, বিজেপি কর্মীরা ভোটারদের উপর আক্রমণ করে। অভিযোগ ও পাল্টা অভিযোগে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটদান চলাকালীন গোপনে ভোটারদের উপর নজর রাখছিল বিজেপি কর্মীরা। ভোট দিয়ে বেরিয়ে আসতেই ভোটারদের উপর হামলার ঘটনা ঘটে। পাল্টা অভিযোগ করে বিজেপির তরফে বলা হয়, বালুরঘাট পুরসভার কুমারগঞ্জে ১৭০ নং বুথে বিরোধীদলের পোলিং-এজেন্টদের মারধর করা হয়, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে ভোট করানোর অভিযোগ ওঠে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন অঞ্চলের প্রাক্তন বিধায়ক।